১) বিনামূল্যে বই বিতরন-নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে যথাসময়ে সন্তানকে ভর্তি করতে হবে।২) এসএমসি ও পিটিএ গঠন/পুনর্গঠন-কেউ প্রার্থী হতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের নিকট লিখিত আবেদন করতে হবে।
৩) উপবৃত্তির তালিকা প্রণয়ন-নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করতে হবে।
৪) বিএড ও এম এডসহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণের অনুমতি প্রদান-৩১ মার্চ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস বরাবর আবেদন করে সেবা পেতে পারেন
৫) টাইমস্কেল এর আবেদন নিষ্পত্তি-যথাসময়ে আবেদন করতে হবে।আবেদনের সঙ্গে বিগত ৩ বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে
৬) দক্ষতাসীমার আবেদন নিষ্পত্তি-যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩ বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে।
৭) এলপিআর /লাম্পগ্রান্ট সংক্রান্ত আবেদন নিস্পত্তি-
নিম্নোক্ত কাগজ পত্রাদিসহ আবেদন দাখিল করে এ সেবা পেতে পারেন:
১।এসএসসি/স্কুল ত্যাগের সনদ ২। এলপিসি ৩। প্রথম নিয়োগপত্র ৪। চাকুরীর খতিয়ান বহি ৫। ছুটি প্রাপ্তির সনদ।
৮) পেনশন কেস/আবেদন নিষ্পত্তি-
নিম্নোক্ত কাগজ পত্রাদিসহ আবেদন দাখিল করে এ সেবা পেতে পারেন:
১। নির্ধারিত ফরমে পেনশন প্রাপ্তির জন্য আবেদনপত্র (৩ কপি) ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ৩। চাকুরীর পূর্ণ বিবরণী ৪। নিয়োগপত্র ৫। পদোন্নতির পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ৬। উন্নয়ন খাতের চাকুরী হয়ে থাকলে রাজস্ব খাতে স্থানান্তরের সকল আদেশের কপি ৭। চাকুরীর খতিয়ান বহি ৮। পাসপোর্ট আকারের ৬ (ছয়) কপি সত্যায়িত ছবি। ৯। নাগরিকত্ব সনদ ১০। না-দাবি পত্র ১১। শেষ বেতনের প্রত্যয়ণপত্র (এলপিসি)১২। হাতের পাঁচ আঙ্গুলের ছাপ সম্বলিত প্রমাণপত্র ১৩। নমুনা স্বাক্ষর ১৪। ব্যাংক হিসাব নম্বর ১৫। চাকুরী স্থায়ীকরণ সংক্রান্ত আদেশ ১৬। উত্তরাধীকারী/ওয়ারিশ নির্বাচনের সনদ ১৭। ‘অডিট আপত্তি’ ও ‘বিভাগীয় মামলা নাই’ মর্মে সুষ্পষ্ট লিখিত সনদ ১৮। অবসর প্রস্ত্ততিজনিত ছুটি (এলপিআর) এর আদেশের কপি।
পারিবারিক পেনশন:
নিম্নোক্ত কাগজপত্র দাখিল করে এ সেবা পেতে পারেন:
১। নির্ধারিত ফরমে পেনশন প্রাপ্তির আবেদন করতে হবে (৩ কপি) ২। মৃত্যুসংক্রান্ত সনদ ৩। নিয়োগপত্র ৪। পদোন্নতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) ৫। শিক্ষাগত সনদ ৬। উন্নয়ন খাতের চাকুরী হয়ে থাকলে রাজস্ব খাতে স্থানান্তরের সকল আদেশের কপি ৭। চাকুরীর খতিয়ান বহি ৮। চাকুরীর পূর্ণ বিবরণী ৯। নাগরিকত্ব সনদ ১০। উত্তরাধীকারী/ওয়ারিশ সনদ ১১। মৃত্যুর দিন পর্যন্ত বেতন প্রাপ্তির সনদ ১২। পাসপোর্ট আকারের ৬ (ছয়) কপি সত্যায়িত ছবি।১৩। নমুনা স্বাক্ষর ১৪। উত্তরাধীকারী/ ওয়ারিশগণের ক্ষমতাপত্র ১৫। বিধবা হলে পুনর্বিবাহ না করার সনদ ১৬। না-দাবি পত্র ১৭। শেষ বেতনের প্রত্যয়ণপত্র (এলপিসি) ১৮। ব্যাংক হিসাব নম্বর
|
|
৯) জিপিএফ থেকে ঋন গ্রহন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি-নির্ধারিত ফরমে হালনাগাদ Account Slip সহ আবেদন করে এ সেবা পেতে পারেন
১০) জিপিএফ থেকে চুড়ান্ত উত্তোলন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি-
নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করে এ সেবা পেতে পারেন:
১। ৬৬৩ নং ‘অডিট ম্যানুয়াল’ ফরম (অফিস প্রধান কর্তৃক প্রতিস্বক্ষরিত) ২। সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসার কর্তৃক কর্তৃত্ত /Authority প্রদান সংক্রান্ত সনদ ৩। এলপিআর মঞ্জুরীর আদেশ ৪। মৃত্যুব্যক্তির ক্ষেত্রে মৃত্যু সংক্রান্ত সনদ ৫। প্রতিনিধি/ Nominee সনদ ৬। বিধবা হলে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা।
১১)গৃহনির্মান ঋন ও অনুরুপ আবেদন নিষ্পত্তি-
নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করে এ সেবা পেতে পারেন:
১। নির্ধারিত ফরমে আবেদনপত্র ২। বায়নাপত্র ৩। ইতঃপূর্বে ঋন /loan গ্রহন করেন নাই মর্মে অঙ্গীকারনামা ৪। ‘রাজউক’ বা অনুরুপ/সংশ্লিষ্ট/উপযুক্ত (যেক্ষেত্রে যেটি প্রযোজ্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরমে প্রত্যয়নপত্র ৫। সরকারী কৌসুলী /উকিল এর মতামত ৬। নামজারী/জমাখারিজ এর খতিয়ানের কপি ৭। ভূমি উন্নয়ন কর/ খাজনা পরিশোধের দাখিলা/রশিদ
১২) পাসপোর্ট করণের অনুমতিদান: নির্ধারিত ফরম পূরণ করে উশিঅ এর দপ্তরে আবেদনপত্র দাখিল করে এ সেবা পেতে পারেন।
১৩) বিদেশগমন/ গমনসংক্রান্ত সেবা: প্রযোজ্যক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্যক্ষেত্রে সাদা কাগজে উশিঅ এর দপ্তরে লিখিত আবেদন করে এ সেবা পেতে পারেন।
১৪) উচ্চতর পরীক্ষায় অংশগ্রহনের অনুমতি প্রদান:লিখিত আবেদনের মাধ্যমে এ সেবা পেতে পারেন।
১৫) নৈমিত্তিক ছুটি ব্যতীত বিভিন্ন প্রকার ছুটি সংক্রান্ত:প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে উশিঅ এর দপ্তরে লিখিত আবেদন করে এ সেবা পেতে পারেন।
১৬) শিক্ষকদের বদলীর আবেদন নিষ্পত্তি(উপজেলারমধ্যে): উশিঅ বরাবরে এ সংক্রান্ত ‘নীতিমালা’ অনুসারে আবেদন করে এ সেবা পেতে পারেন।
১৭) শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তির(উপজেলারবাইরে):
নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করে এ সেবা পেতে পারেন:
১।চাকুরীর খতিয়ান বহির প্রথম পাঁচ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি ২।নিয়োগ পত্রের সত্যায়িত অনুলিপি/ফটোকপি ৩।প্রথমযোগদানেরপ্রমাণ/কপি ৪।নিকাহনামা(মহিলাদেরক্ষেত্রে)-র প্রমাণ।
১৮) বকেয়া বিল এর আবেদন নিস্পত্তি: প্রয়োজনীয় কাগজপত্র সহ উশিঅ বরাবরে দাখিল/উপস্থাপন করে এ সেবা পেতে পারেন।
১৯) বার্ষিক গোপণীয় অনুবেদন/প্রতিবেদনপূরণ/লিখন : ৩১জানুয়ারীর মধ্যে যথাযথভাবে নির্ধারিত ফরম পূরণ করে উশিঅ এর নিকট উপস্থাপন করে এ সেবা পেতে পারেন।
২০) তথ্যপ্রদান/সরবরাহ: অফিস প্রধানের নিকট পূর্ণ নাম ঠিকানাসহ সুষ্পষ্ট কারণ উল্লেখ করে লিখিত আবেদন/দরখাস্ত করে এ সেবা পেতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস